মালদা

এখন থেকে ট্রেনের মতো দুর পাল্লার সরকারি বাসেও মিলবে টইলেট

সাধারন মানুষের সুবিধার্থে রেলের মতো এবার বাসেও মিলবে শৌচালয় পরিষেবা। তাই গোটা বাংলা জুরে বায়ো টইলেট বাসের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মর্মে বুধবার মালদা সরকারি বাস স্ট্যান্ডে একটি বায়ো টইলেট বাসের শুভ সূচনা করেন জেলার INTTUC-র সভাপতি মানব ব্যানার্জী। এই বাসটি মালদা থেকে কোলকাতা যাতায়াত করবে। INTTUC-র সভাপতি মানব ব্যানার্জী জানান, বাসে দুর দুরান্ত যাতায়াত করার সময় বহু মানুষের টইলেট করার সমস্যা দেখা দেয়। পুরুষদের তুলনায় মহিলা ও শিশুদের এই সমস্যার  সম্মুখীন হওয়াটা অত্যন্ত কষ্ট কর হয়ে দাড়ায়। আর সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার বলে জানান।